নরসিংদী প্রতিনিধি: বিরাজমান রাজনীতির সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে সুজন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ সকাল ১১ টা থেকে ঘন্টাকালব্যাপী নরসিংদী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সুজন সুশাসনের জন্য নাগরিক এর সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন,রাজনৈতিক দলসমূহ সরকারের পদত্যাগের এক দফা দাবী নিয়ে আন্দোলন শুরু করেছে।
রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে জনদুর্ভোগ বাড়ছে। রাজপথে সংঘর্ষ ও প্রাণীহানির ঘটনাও ঘটছে। এমতাবস্তায় সুজন মনে করে যে, রাজনৈতিক দলসমূহ যদি অবিলম্বে তাদের অবস্থান পরিবর্তন না করে বা তাদের মধ্যে যদি সমঝোতা না হয়,তবে সামনের দিনগুলোতে জাতিগতভাবে আমরা চরম সাংঘর্ষিক পরিস্থিতির দিকে ধাবিত হতে পারি। তাই সুজন চায়, রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও পারস্পরিক সমঝোতা। রাজনৈতিক দলসমূহকে আলাপ-আলোচনার মধ্যে দিয়েই সমঝোতার জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ এবং সমঝোতাসূত্র নির্ধারণ করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ খন্দকার, জেলা সুজন নেতা মোঃ দেলোয়ার হোসেন ভূঞা, জেলা সুজন সম্পাদক হলধর দাস, জেলা সুজন নেতা মোস্তাক আহমেদ ভূঞা, নরসিংদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ জয়নাল আবেদিন, রায়পুরা উপজেলা শাখা সুজন সম্পাদক মোঃ বশীর মোল্লা,পলাশ শাখা সুজনের সম্পাদক মোঃ নাসিম আজাদ,বিশিষ্ট সাংবাদিক মনজিল এ মিল্লাত, জেলা সুজন নেতা সাংবাদিক মোঃ হোসেন আলাী, জেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সোহেল এস হোসেন,জেলা সুজন নেতা সাংবাদিক সানজিদা আক্তার রুমা,সাংবাদিক মোঃ জসীম উদ্দিন প্রমুখ।