হলধর দাস: নরসিংদী জেলা সদরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গরীব অসহায় শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। বুধবার রাতে তিনি এসব কম্বল বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ার, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী মোর্শেদ, সদর এসি(ল্যান্ড) মো. মেহেদী হাছান কাউসার সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কম্বল বিতরণকালে তিনি বলেন,এবার শীতের প্রভাব একটু বেশী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় নরসিংদীতেও শীতার্ত গরীব অসহায়দের জন্য কম্বল বরাদ্ধ দিয়েছেন। আমরা তা বিতরণ করছি। বিগত সময়ের মতো এবছরও বিভিন্ন প্রতিষ্ঠানও অসহায়দের পাশে এগিয়ে আসছেন।
জেলা প্রশাসক প্রথমে নরসিংদী রেলওয়ে স্টশন এলাকায় এবং পরে পর্যায়ক্রমে নরসিংদী বাসস্ট্যান্ড, সাহেপ্রতাব মোড় এবং ভেলানগর এলাকায় এসব কম্বল বিতরণ করেন।