স্টাফ রিপোর্ট: নরসিংদীতে ১৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ করেন বাংলাদেশ হিউম্যান রাইটর্স এন্ড প্রেস সোসাইটি।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজ মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
এই সংগঠনটি প্রতিবছরই শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আসছেন।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর হোসেন ভূঁইয়া, সংগঠনের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরী, উপদেষ্টা ওমর ফারুক মিয়া, কাজি আব্দুল হামিদ, সাংবাদিক মকবুল হোসেন,জেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপদেষ্টা শিখা রানী বর্মন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সফিকুল ইসলাম রিপন প্রমুখ।
অধ্যক্ষ নূর হোসেন ভূঁইয়া বলেন, 'আমাদের যার যার অবস্থান থেকে এই অসহায় মানুষদের পাশে থাকা জরুরি, আমাদের এই সমাজে অনেক বিত্তশালী মানুষ আছে কিন্তু এই অসহায় মানুষদের পাশে থাকতে চায় না।'
তিনি বলেন, 'এখানে যারা আছে তারা খুব একটা বিত্তশালী না কিন্তু সহযোগিতার মানসিকতা আছে, আমি বাংলাদেশ হিউম্যান রাইটর্স এন্ড প্রেস সোসাইটির সকল কর্মকর্তাদের এমন সুন্দর আয়োজন করার জন্য সাধুবাদ জানাই। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।'
জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম/সমক