• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন : নরসিংদী কেন্দ্রে ৪০ ভাগ ভোট কাস্ট 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৪৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন : নরসিংদী কেন্দ্রে ৪০ ভাগ ভোট কাস্ট 
ভোট প্রদানের জন্য কেন্দ্রে যাচ্ছেন ভোটারা

হলধর দাস: ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩ এর অংশ হিসেবে আজ শনিবার ঢাকার বাইরে নরসিংদী কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত নরসিংদী সরকারী কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

১২২২ ভোটারের মধ্যে ৪০ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানান প্রিজাইডিং অফিসার স্বরোজ কুমার সরকার।

তিনি ১৪জন পোলিং অফিসার ও ৩জন অফিস সহায়ক নিয়ে টানা ৪ ঘন্টা ভোট গ্রহণ করেন।

এই কেন্দ্রে ৪৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণকালে সকাল থেকে গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থী অধ্যাপক ডা. নূজহাত চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ বারী, রঞ্জিত কুমার সাহা ও অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানসহ প্রতিদ্বন্দ্বী কয়েকজন প্রার্থী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ৪ মার্চ ঢাকার বাইরের ২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

শনিবার (১১ মার্চ)ছিল ঢাকার বাইরের ১৩টি কেন্দ্রের ভোট গ্রহণ করা হয়েছে। আগামী ১৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৪টি কেন্দ্রে ভোট গ্রহণের মধ্যদিয়ে সম্পন্ন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন-২০২৩।

জাগো নরসিংদী/স্টাফ রিপোর্টার
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ