নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর পলাশে প্রায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পলাশের পারুলিয়া এলাকায় পারুলিয়া-মাঝেরচর সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার হিসেবে পোলার চাল, ডাল, তেল, লবণ, চিনি, সেমাইসহ প্রায় ১০ প্রকারের খাদ্য সামগ্রী। সংগঠনের সভাপতি শরীফ ইকবাল রাসেল এর সভাপতিত্বে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার বিতরণ করেন।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ সরকার, ইউপি সদস্য হেজবুল্লাহ হোসেন, ব্যাংকার হুমায়ুন কবীর সরকার ও বীর মুক্তিযুদ্ধা মহর আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জাগো নরসিংদী/রাসেল