হলধর দাস।। নরসিংদী সদরের চর এলাকার নজরপুর থেকে দুলাল (৩৫) নামীয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(৮ মার্চ) সকালে সদর উপজেলাধীন চরাঞ্চলীয় নজরপুর গ্রামের এক মাঠের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দুলাল মিয়া একই গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে মাঠের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম সাংবাদিকদের জানান, 'নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে ময়না তদন্তের জন্য। নিহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।'