• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

প্রথম পুরস্কার পেলেন নরসিংদীর ইমরান


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:২০ পিএম
প্রথম পুরস্কার পেলেন নরসিংদীর ইমরান

বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনীর প্রথম পুরস্কার পেলেন নরসিংদীর ইমরান।বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী ২০২৩ বিতরণ করা হয়েছে। আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

১ম পুরস্কার "বঙ্গবন্ধু"এক লক্ষ টাকা পেয়েছেন শিল্পী ইমরান হাসান। ২য় পুরস্কার "বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব'' (যৌথ) পঞ্চাশ হাজার টাকা, শিল্পী ঝলক সাহা ও আমির হামজা রিফাত,৩য় পুরস্কার "শেখ রাসেল" পঁচিশ হাজার টাকা, শিল্পী নূর মুনজেরীন রিমঝিম ৪র্থ পুরস্কার "শেখ কামাল" (যৌথ) বিশ হাজার টাকা, শিল্পী অভিজিৎ কান্তি দাস ও শিল্পী রেজাউল করিম রিজন। ৫ম পুরস্কার "শেখ জামাল" বিশ হাজার টাকা, শিল্পী ফাইজুল ইসলাম কাফি।

ইমরান হাসান নরসিংদীর আলোকবালী বাখরনগর গ্রামের আব্দুল হাসিম গোলাপি বেগমের ছেলে।

তাঁর শিক্ষাগ্রহণ পি এস সি: ৩৫ নং বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, (এস এস সি ২০১৩)মাধ্যমিক: আলোকবালী এ এম সি হাই স্কুল। (এইচ এস সি ২০১৫) কলেজ: সলিমগঞ্জ ডিগ্রী কলেজ। (বি এফ এ ২০১৯) গ্রাফিক ডিজাইন বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। (এমএফএ ২০২১) গ্রাফিক ডিজাইন বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিএফ এ সর্বোচ্চ রেজাল্ট অর্জন করার জন্য ৫৩ তম সমাবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২২ এ শিল্পী অধ্যাপক কাইয়ুম চৌধুরী স্মৃতি স্বর্ণপদক অর্জন।

সে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ।

-সংবাদ বিজ্ঞপ্তি 

 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ