স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরার মরজালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২জন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক আবুল কামাল আজাদ, সুপার ভাইজার ইউনুছ ও চালকের সহকারি আবুল হোসেন।
ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ খালেদ মাহমুদ খান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
পুুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিলো সংবাদপত্রবহনকারী একটি মাইক্রোবাস। এসময় বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাসকে পাশ কাটানোর সময় মাইক্রোবাসটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়। নিহতদের ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে। অভিযুক্ত বাসটিকে আটক করেছে পুলিশ। নিহত ও আহতদের ঠিকানা জানা যায়নি।