স্টাফ রিপোর্টার: নরসিংদীর বেলাবতে রাস্তা বন্ধ করে স্কুলের ঈদ পুনমিলনী অনুষ্ঠান করার অভিযোগ উঠেছে। পরপর দুইদিন এই রাস্তা বন্ধ করে রাখা হয় বলে এ অভিযোগ ওঠে।
শনিবার ও শুক্রবার (৩০ জুন ও ১ জুলাই) বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানকে ঘিরে এই দু'দিন মরজাল-পুড়াদিয়া সড়কের বেলাব বাজারের মূল প্রবেশ দ্বারে ব্যারিকেট দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়। এতে বেলাব বাজারে আসা-যাওয়া মানুষসহ এই রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হয়।
জানা যায়, উপজেলার বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুলের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান- ২০২৩ এর নির্ধারিত দিন ছিল ঈদুল আযহার পরের দিন শুক্রবার। নির্ধারিত দিনে অনুষ্ঠানটি সফল করতে সকল আয়োজন সম্পন্ন করে আয়োজক কমিটি। সেই অবস্থায় সেদিন মরজাল-পুড়াদিয়া রাস্তার বেলাব বাজারের মূল প্রবেশ দ্বারে ব্যারিকেট দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে করে বেলাব বাজারের প্রবেশ ও বাহির হওয়ার পথ বন্ধ বন্ধ হয়ে যায়। এছাড়াও এই রাস্তা দিয়ে বিভিন্ন যান চলাচলে বিঘ্ন ঘটে সেই সাথে চলাচলকারী সাধারণ মানুষকে পোহাতে হয় চরম দূর্ভোগ।
এসময় মুমূর্ষু রোগীবহনকারী যানবাহন চলাচল করতেও দেওয়া হয়নি বলেও এস আই খান নামে একজন স্থানীয় সাংবাদিকের ফেসবুকে দেওয়া স্ট্যাটাস থেকে তা জানা যায়। সারাদিন টানা বৃষ্টির কারণে নির্ধারিত দিনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান স্থগিত করা হয়। ফলে স্থগিত অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সফল করতে এদিনও একই স্থানে একই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে শুক্রবারের মত এদিনও জনদূর্ভোগের সৃষ্টি হয়।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান রিটন। আর এই পুরো অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু।
স্কুল মাঠে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি ছিল বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা। এই অনুষ্ঠানে ব্যান্ড দলের পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হয়। যাতে গান পরিবেশন করেন ব্যান্ডদল এ্যাসেস। বৃষ্টিস্নাত দিনেও প্রাক্তন ও নতুন ছাত্রছাত্রী উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। তবে অনুষ্ঠানে বহিরাগতদের প্রবেশের বিষয়টি বেশ সমালোচিত হয়। আর অনুষ্ঠানে প্রবেশের জন্য বহিরাগতদেরকে টিকিট প্রতি গুনতে হয়েছে ২৫০ টাকা করে। আয়োজক কমিটি ডিসি মহোদয়ের অনুমতি ছাড়াই বহিরাগতদের প্রবেশের জন্য টিকেট বিক্রি শুরু করে।
এব্যাপারে অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় থাকা উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপুর সাথে যোগাযোগ করলে মোবাইল ফোনে তিনি জানান, অনুষ্ঠানের জন্য তার গলা ভাঙ্গা। এ অবস্থায় কথা বললে কিছু বুঝা যাবেনা এবং তারও কষ্ট হবে। তাই সে এ ব্যাপারে পরে কথা বলবেন বলে জানান।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা সাথে যোগাযোগ করলে রাস্তা বন্ধ করার বিষয়টি তিনি অবহিত হলে তৎক্ষণাত তা মানুষের চলাচলের জন্য খুলে দেয়ার ব্যবস্থা নেন বলে তিনি জানান। এক্ষেত্রে রাস্তাটি সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিট বন্ধ ছিল বলে তিনি দাবী করেন। টিকেট বিক্রির বিষয়টি তিনি সুকৌশলে এড়িয়ে গেলেও শুক্রবার রাস্তাটি বন্ধ রাখার বিষয়ে কেউ তাকে অবগত করেননি বলে জানান।
জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম/শহজু