স্টাফ রিপোর্ট: নরসিংদীতে কাজ করতে গিয়ে বিদুৎপৃষ্ঠে ৪ নির্মাণ শ্রমিক গরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
শহরের শাপলা চত্ত্বর রেলওয়ে স্টেশন রোডে নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদে রড উঠাতে গেলে ভবনের পাশে থাকা বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সাথে রড়ের স্পর্শ লাগলে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা গ্রামের আকাশ (২২), চাপাইনবাবগঞ্জের মাসুদ রানা (২৫), আরিফ (২৩), সাইরুল (২৮)। তাদের মধ্যে আকাশকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা নরসিংদী জেলা ও সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাদের উপর রডের কাজ করছিলেন নির্মাণশ্রমিকরা। নিচ থেকে ছাদে রড উত্তোলনের সময় বৈদ্যুতিক তারের সাথে রডের স্পর্শে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মোমেন মিয়া বলেন, 'আমি দূরে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ দেখি একজনের হাতে থাকা রড বিদ্যুৎ এর তারে লেগে গেছে, সাথে সাথে সে তিনতলা থেকে নিচে ছিটকে পড়ে। বাকিরা ছাদে ছটফট করছিলো, স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।'
আহতদের সদর হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢামেকে প্রেরণ করা হয়েছে।
জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম