স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় ভাড়াটিয়াকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে দরজা জানালা লাগিয়ে গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করেছে হানিফ মিয়া (৪৫) নামে বাড়ির মালিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাড়ির মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন।
সোমবার (২৪ জুলাই) সকালে পৌরসভার হাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির মালিক হানিফ মিয়া
১০ মিনিটের জন্য ভাড়াটিয়া তানজিনাকে বাহিরে বের হতে বলে ওই ঘরে ঢুকেন। পরে ঘরের দরজা-জানালা লাগিয়ে ধরনার সাথে ঝুলে গলায় দড়ি বেধে আত্মহত্যা করেন তিনি।
ভাড়াটিয়া তানজিনা সাংবাদিকদের জানায়, হানিফ মিয়া ঘরে ঢুকার পর সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তিনি হানিফ মিয়ার স্ত্রীকে বিষয়টি জানালে তিনি এসে জানালার ফাঁক দিয়ে হানিফ মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা জানাতে পারেনি নিহত হানিফের স্ত্রীসহ পরিবারের লোকজন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে আমরা এটিকে আত্মহত্যা বলেই ধরে নিচ্ছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এঘটনায় রায়পুরা থানায় একটি অপমৃত্যুর মামলারুজু করা হয়েছে।