নাসিম আজাদ: মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে নরসিংদীর পলাশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুইডেনে সরকারি সহযোগিতায় গত ২৮জুন পবিত্র ঈদুল আজহার দিন প্রকাশ্যে সুইডেনের একটি মসজিদের সামনে প্রকাশ্য পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগ সহ অবমাননা করা হয়েছে। এরই প্রতিবাদে শুক্রবার (৭ জুলাই) বাদ জুমা পলাশ উপজেলা ওলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পলাশ কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় শেষে মুসল্লীরা মিছিল নিয়ে পলাশ বাসস্ট্যান্ডে আসলে মিছিলে উপজেলার বিভিন্ন মসজিদের হাজার হাজার মুসল্লী অংশ নেন। পরে মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর হয়ে বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে এসে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা ওলামা পরিষদের সভাপতি অধ্যাপক মাওলানা মাসিহুর রহমান মামুন।
পলাশ উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পলাশ বাসস্ট্যান্ড খন্দকার বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা, পলাশ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি জাকির হোসেন মৃধা, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা রুহুল আমীন সিদ্দিকী, এডভোকেট লোকমান হোসেন ও ডাক্তার জুলহাস মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের প্রতি আগামী সংসদের অধিবেশনে কোরআন অবমাননার প্রতিবাদ ও নিন্দা প্রস্তাব পাশের জোর দাবি জানান।পাশাপাশি জাতিসংঘকে অবহিত করার দাবিও জানান।