নাসিম আজাদ : নরসিংদীর পলাশ উপজেলার দক্ষিণ দেওড়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কোরআন মৌলভীপাড়া মাদ্রাসায় আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, বিআরবি ইন্ডাস্ট্রি লিমিটেডের এজিএম ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ছাইফুল ইসলাম।
মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইছাখালী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাসিহুর রহমান মামুন, প্রভাষক মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আবদুল বাছেদ ও সাংবাদিক নাসিম আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সারোয়ার হোসেন, মোঃ মোতাছিম বিল্লাহ, মোস্তফা মাষ্টার, হাফেজ বায়জীদ আহমেদ ও কাজল মাষ্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।