![website logo](https://www.jagonarsingdi24.com/webimages/logo.png)
স্টাফ রিপোর্টার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদী সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকিরের আনারস প্রতীকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও উঠান বৈঠক করেছে কর্মী সমর্থকরা। শনিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার পাঁচদোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সড়কগুলোতে অনারস প্রতীকের সমর্থনে এই মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
পাাঁচদোনা স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও ঘোড়াশাল পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লার নেতৃত্বে এই মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। মোটরসাইকেল শোভাযাত্রায় প্রায় শতাধিক মোটর সাইকেল নিয়ে আনারস প্রতীকের সমর্থকরা আনারস আনারস সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে ইউনিয়নের সড়কগুলোকে মুখর করে তোলে।
মোটরসাইকেল শোভাযাত্রাটি পাঁচদোনা মোড় থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সড়কগুলো প্রদক্ষিণ করে নেহাবো এলাকায় এসে শেষ হয়। পরে অনারস প্রতীকের সমর্থকরা সেখানে একটি উঠান বৈঠকে মিলিত হয়। উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকিরের আনারসের প্রতীকের পক্ষে এলাকার সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
পরে ইউনিয়নের কাকশিয়া, কুলাইট ও পাটুয়া এলাকায় আরো তিনটি উঠান বৈঠক করে আনারস প্রতীকের সমর্থকরা। উঠান বৈঠকগুলোতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সদস্যসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।