• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

জেলা তথ্য অফিসের উদ্যোগে শিবপুরে জাতীয় শোক দিবস পালন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ৩০ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:১৪ পিএম
জেলা তথ্য অফিসের উদ্যোগে শিবপুরে জাতীয় শোক দিবস পালন 

শেখ মানিক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩০ আগস্ট নরসিংদী জেলা তথ্য অফিস গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া।

এ সময় প্রধান অতিথি তপসী রাবেয়া বলেন, ‘বঙ্গবন্ধু আমৃত্যু জনগণের অধিকার এবং সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দেশের সীমা ছাড়িয়ে সারা বিশ্বের শোষিত মানুষের জন্য সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিলেন। জাতির পিতার সমগ্র জীবনটাই ছিল যেন মানুষকে ভালবাসার। ত্যাগী ও সংগ্রামী নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনা ইতিহাসে বিরল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ তালুকদার, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুদ্দীন মোহাম্মদ আলমগীর,  বীরমুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী, শিবপুর প্রেসক্লাবের আহ্বায়ক কামাল হোসেন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, নরসিংদী জেলা তথ্য অফিসার শামীমা নাসরীন।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ