স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে নরসিংদী সদর থানা ছাত্রলীগের আয়োজনে শহরের শেরে বাংলা ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর থানা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়েত সরকারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক রিমন ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পদক শাহ জালাল আহমেদ শাওন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী শহর ছাত্রলীগের এস এম ওয়াজেদ জয়, নরসিংদী কলেজ শাখার আহবায়ক রাকিব হাসান, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি আসিফ সরকার, নরসিংদী তাঁত বোর্ড ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক রাহাত আহমেদ প্রমুখ।
এছাড়াও জেলার সবকটি উপজেলায় পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।