স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে একটি পরিত্যক্ত কারখানার ভেতর থেকে রিফাত হোসেন শুভ (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জুন)সন্ধ্যায় মাধবদী থানাধীন নুরালাপুর ইউনিয়নের জজ ভূঁইয়া গ্রুপের মালিকানাধীন পরিত্যক্ত কারখানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, বুধবার সন্ধ্যায় খেলার কথা বলে বাসা থেকে বের হয় শুভ। দিন পেরিয়ে সন্ধ্যা গড়ালেও কোন খোঁজ মেলেনি কিশোরের। অনেক খোঁজাখুঁজির পরও শুভ'র কোন সন্ধ্যা পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেলে এলাকার কয়েকজন লোক জজ ভূঞা গ্রুপের মালিকানাধীন ভাড়াটিয়া ব্যাটারী তৈরীর একটি পরিত্যক্ত কারখানার ভেতরে শুভ'র মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। শুভর শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।
নিহতের মা বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। শুভ’র ঘাড় ভাঙ্গা, দুই হাতে আঘাতের চিহ্ন, বুকে কালো দাগ, গলায় আঘাতের চিহ্ন, গালে রক্তাক্ত কাটা দাগ। আমার ছেলেকে পরিকল্পিতভাবে নির্মম নির্যাতন করে মারা হয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পেয়ে কিশোরের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া চলমান।
জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম/শহজু