• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৭ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫২ পিএম
রায়পুরায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে 
ফাইল ছবি

স্টাফ রিপোর্ট: পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে।শুধু তাই নয়, হত্যাকান্ড ঘটিয়ে ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবহিত করেন সে নিজেই।

ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি উত্তরপাড়া গ্রামে।

নিহতের নাম আইনুল হক (৭০)। ঘাতক ছেলের নাম ইয়াসিন (২৮)। রোববার (৭ মে) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

রায়পুরা থানার উপ পরিদর্শক নবী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, 'পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার পর ছেলে ইয়াসিন নিজেই ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায়।' হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করে পুলিশ। 

পুলিশ ইয়াসিনকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও শ্বাশুড়িকে থানায় নিয়ে যায়। ইয়াসিন মাদকাসক্ত বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ  নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম 

 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ