• নরসিংদী
  • মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৫ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৪৩ এএম
নরসিংদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ 
নিখোঁজদের উদ্ধারে অভিযান। ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্ট: নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর এলাকার শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ রয়েছে দুই স্কুলছাত্রী।

বৃহস্পতিবার বিকালে শিবপুর উপজেলার লাখপুরে শীতলক্ষ্যা নদীতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

নিখোঁজরা হলেন, শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৫) ও পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার (১৫)।

নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা জানান, দুপুর ১ টার দিকে লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সম্পর্কে আত্মীয় তিন স্কুলছাত্রী ইমা, ইয়াসমিন ও সাদিয়া। এসময় সাদিয়া তীরে উঠে আসতে পারলেও বাকি দুজন নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়।

এসময় স্থানীয়রা তাদের খোঁজে নদীতে তল্লাশী শুরু করেন। পরে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে তাদের উদ্ধারে যায় পলাশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

এসময় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে টঙ্গি থেকে ডুবুরি দল ঘটনাস্থলে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু করেন তারা। সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের খোঁজ করতে পারেনি ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী নিখোঁজদের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, তিন স্কুলছাত্রীর কেউ-ই সাঁতার জানতো না। তারা নদীতে গোসলে নামার পর একজন উঠে আসতে পারলেও দুইজন তলিয়ে যায় ।

নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দলের সদস্যরা অভিযান অব্যাহত রেখেয়েছেন।

জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ