মোজাম্মেল হক, মনোহরদী: নরসিংদীর মনোহরদীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ছিন্নমূল এসব মানুষের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ঈদ সামগ্রী বিতরণ করেন ভূঁইয়া ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক ভূঁইয়া।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গন, পৌর শহরের ডা. সজিব চত্বর এবং শুকুন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকার দুই শতাধিক দুস্থদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের হাতে ঈদসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে পোলার চাল, ডাল, পেঁয়াজ, সেমাই, চিনি ও দুধ।
উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক ভূঁইয়া বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ভূঁইয়া ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করছি। আমার পরিবার ও আমি সবসময় চেষ্টা করি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবেসে কাজ করে যাচ্ছি। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বস্তরের মানুষের পাশে আছেন এবং থাকবেন।
তিনি বাংলার মানুষকে মন থেকে ভালোবাসেন। দেশের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং দু’বেলা পেট ভরে খেতে পারেন সেজন্য তিনি সততা ও নিষ্ঠার সাথে রাত দিন কাজ করে যাচ্ছেন।
জাগো নরসিংদী/শহজু