হলধর দাস: নরসিংদীতে যুব ও ক্রীড়া মন্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে । নরসিংদী মুসলেহউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শুক্রবার (৯ জুন)সকালে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী'র জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান ।
উদ্বোধনী খেলায় নরসিংদী পাবলিক কলেজ একাদশ ১--০ গোলে শিবপুর সরকারি কলেজ একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ টুর্ণামেন্টে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম সোহাগ, জেলা আওয়ামীলীগের সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সেক্টর কমান্ডার ফোরাম'৭১ এর জেলা সভাপতি আব্দুল মোতালিব পাঠান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহীনুল ইসলাম ভূইয়া।
জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু এর সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামীলীগ নেত্রী ড. রোজী সিদ্দিকী সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে জেলার ১৬টি কলেজের ১৬ টি দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী খেলায় নরসিংদী পাবলিক কলেজ একাদশ ১--০ গোলে শিবপুর সরকারি কলেজ একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।