শরীফ ইকবাল রাসেল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এউপলক্ষে সকালে নরসিংদীতে জয়বাংলা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুর্ষ্পাপন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদ।
এছাড়া সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদ, ফায়ার সার্ভিসের পক্ষে সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী, নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষে অধ্যক্ষ, প্রকৌশলী নাবিলা নুজাত, নরসিংদী কালেক্টরেট কর্মচারী সমিতির পক্ষে সভাপতি রফিকুল ইসরাম ও সাধারন সম্পাদক আব্দুর রউফ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ সহ অন্যরা ফুলের তোরা অর্পন করেন।