• নরসিংদী
  • বুধবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩৪ পিএম
নরসিংদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রভাত ফেরি। ছবি : জাগো নরসিংদী

হলধর দাস: নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরকারি-বেসরকারিভাবে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গ্রহণ করা হয়েছে ফেব্রুয়ারি মাসব্যাপী কর্মসূচি।

অমর একুশে স্মরণে ৮দিন ব্যাপী বইমেলা,আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেন নরসিংদী পৌরসভা।

একুশের প্রথম প্রহরে  নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান,পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা আওয়ামীলীগ সভাপতি-সম্পাদক জিএম তালেব হোসেন ও পীরজাদা মোহাম্মদ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ভূঞা।

আরও উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের পক্ষে সভাপতি হাবিবুর রহমান ও অন্যান্য সদস্যসহ বিভিন্ন, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও সম্পাদক হলধর দাস সহ সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

পুস্পার্ঘ্য অর্পনের আগে শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করেন উপস্থিত সুধীজন।

প্রথম প্রহরে ও প্রভাতে নরসিংদী সরকারি কলেজে স্থাপিত জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে কলেজের অধ্যক্ষ,শিক্ষক- শিক্ষার্থীগণসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথম প্রহরে পৌর শহিদ মিনারে পুস্পার্ঘ্য অর্পন করেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু সহ পৌর কাউন্সিলগণ।

একুশের প্রভাতে সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত সাহার নেতৃত্বে শিক্ষার্থীরা,আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত এর নেতৃত্বে স্কুলের শিক্ষার্থীরা,আলীজান জে এম একাডেমির শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের প্রধান প্রধান সড়কে প্রভাতফেরি শেষে শহিদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ করেন। 

জাগো নরসিংদী/স্টাফ রিপোর্টার
 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ