নাসিম আজাদ: নরসিংদীতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন উদযাপন করলো স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (২৬ মার্চ) বিকেলে নরসিংদীর সেখেরচর বাবুরহাট সংলগ্ন ভগিরথপুরের আমারা গার্ডেনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ভিপি হাফিজুর রহমান হাফিজ। বঙ্গবন্ধু ফাউন্ডেশন মেহেরপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মইনুল হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বঙ্গবন্ধু ফাউন্ডেশন নরসিংদী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব রোমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নরসিংদী সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি শেখ আবুল হোসেন হানিফ, সহ-সভাপতি নজরুল ইসলাম, আব্দুর রহমান ও আওলাদ হোসেন প্রমুখ।
আলোচনাশেষ সর্বসম্মতিক্রমে মইনুল হোসেনকে সভাপতি ও আওলাদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মেহেরপাড়া ইউনিয়ন শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।