স্টাফ রিপোর্টার: বিজয় টিভি ১১ বছরে পদার্পণ উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭ রাতে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা প্রতিনিধি আফরোজা সুলতানা মিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হেসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা,নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর শাহ্, নরসিংদী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মঞ্জিল এ মিলাদ,নরসিংদী প্রেসক্লাবের কোষাধক্ষ্য জয়নাল অবেদীন,সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামাজিক সংগঠন অণির্বান এর সভাপতি মাহমুদুল হাসান।
এসময় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ শিক্ষক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে বিজয় টিভির এর ১১ পদার্পনের কেক কাটা হয়। পরে উপস্থিত সবাইকে কেক ও মিষ্টি খাওয়ানো হয়।