• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশে নানা আয়োজনে মীনা দিবস পালিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৩৭ পিএম
পলাশে নানা আয়োজনে মীনা দিবস পালিত
মীনা দিবস পালিত

নাসিম আজাদ: "আনন্দ নিয়ে পড়ব, সুন্দর ভবিষ্যত গড়ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে নানা আয়োজনে পালিত হয়েছে মীনা দিবস। 

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী, সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন প্রমুখ।প্রসঙ্গত, মীনা একটি উচ্ছল, প্রাণবন্ত ও সাহসী মেয়ের নাম। মীনা কার্টুন চরিত্রে মীনার বয়স ৯ বছর। এই কার্টুনের আরও দুটি চরিত্রের নাম মীনার ভাই রাজু আর পোষা পাখি মিঠু। লিঙ্গ বৈষম্য রোধ, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, শিশু নিরাপত্তার গুরুত্ব নিয়ে মীনা কার্টুনের গল্পগুলো তৈরি করা হয়। এর স্রষ্টা বিখ্যাত চিত্র শিল্পী মোস্তফা মনোয়ার।

 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ