• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী জেলা পুরোহিত কল্যাণ পরিষদের পরিচিতি সভা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৪৫ পিএম
নরসিংদী জেলা পুরোহিত কল্যাণ পরিষদের পরিচিতি সভা
পরিচিতি সভা

হলধর দাস: নরসিংদী জেলা পুরোহিত কল্যাণ পরিষদের পরিচিতি  ও আলোচনা সভা শুক্রবার (২৭মে) বিকেলে  আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। 
নরসিংদী জেলা শহরে ঐতিহ্যবাহী " শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়াধাম" প্রাঙ্গনে আয়োজিত এ পরিচিতি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী। শুরুতে শ্রী সুশান্ত কুমার গোস্বামী কর্তৃক গীতা পাঠের পর স্বাগত বক্তব্য রাখেন সহ সম্পাদক সুব্রত চক্রবর্তী।

অনুষ্ঠিত পরিচিতি ও আলোচনা সভায় বক্তব্য  রাখেন শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা ফুটবলার সুভাষ চন্দ্র সাহা,  আশীষ কুমার চক্রবর্তী, উদীচী শিল্পী গোষ্ঠী নরসিংদী জেলা সংসদের সাধারণ সম্পাদক তপন কুমার আচার্য্য,  সহ-সভাপতি  ডাঃ নারায়ণ চক্রবর্তী, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত আচার্য্য, পরিষদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট  গোপা ভট্টাচার্য,জেলা হিন্দু মহাজোট নেতা অজয় কুমার ভৌমিক, পৌর পূজা উদযাপন কমিটির  সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে উত্তম মোদক ও বিনয় কুমার সাহা, প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ,প্রীতম চক্রবর্তী,শংকর চক্রবর্তী,বংশী চক্রবর্তী,অভয়া চক্রবর্তী,আশীষ চক্রবর্তী প্রমুখ।

সভায় বিশিষ্ট যাজক তপন কুমার আচার্য্য ১০৫ সদস্য বিশিষ্ট নবগঠিত নরসিংদী জেলা পুরোহিত কল্যাণ পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন।
পরিষদের উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী-সভাপতি,শ্রী কৃষ্ণ কান্ত আচার্য্য- সাঃ সম্পাদক, শংকর চক্রবর্তী- সাংগঠনিক সম্পাদক, প্রিতম চক্রবর্তী- কোষাধ্যক্ষ।  অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন প্রদীপ চক্রবর্তী। 
 

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ