হলধর দাস: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নরসিংদী জেলা প্রশাসন ও মহিলা হিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী দেশব্যাপী কর্মসূচী অংশ হিসেবে নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ উল্লেখযোগ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠান সমূহের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, একাত্তর সেক্টর কমান্ডার ফোরামের জেলা সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী মহিলা বিষয়ক উপপরিচালক সেলিনা হোসেন প্রমুখ।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, এনডিসি মেহেদী হাসান কাউছার, নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক সাহাসহ প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সুধিজন, সাংবাদিক, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন ও দুই হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া বেগম ফজিলতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।