স্টাফ রিপোর্ট: নরসিংদী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত এডভোকেট আসাদুজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা পরিষদ কার্যালয়ে প্রয়াত এডভোকেট আসাদুজ্জামানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পরিষদ চেয়ারম্যান মো: মনির হোসেন ভুঁইয়াসহ পরিষদের সদস্যবৃন্দ। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মো: মনির হোসেন ভূঁইয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ খান, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, রায়পুরা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিনা মানিক, প্রয়াত এডভোকেট আসাদুজ্জামানের মেয়ে ডা. সায়মা আফরোজ ইভা উপস্থিত ছিলেন।
এছাড়া বিকালে তাঁর প্রতিষ্ঠিত সদর উপজেলার নজরপুরের নওয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয়ে এডভোকেট আসাদুজ্জামানের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডা. সায়মা আফরোজ ইভার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম হিরু। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি।
জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম