গ্রীষ্ম শেষে বর্ষা এলো
সবুজ শ্যামল দেশে,
শাখে শাখে ফুটে কদম
সূর্যের মতো হেসে।
বর্ষার রূপে ফিরে আসে
কদম ফুলের ঘ্রাণে,
মৃদু হাওয়ায় সুবাস ছড়ায়
শিহরণ জাগে প্রাণে,
মেঘে নাচে ছন্দে তালে
বৃষ্টি নাচে গানে,
দোয়েল কোয়েল শালিক ডাকে
মিষ্টি মধুর শানে।