নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর প্রেস ক্লাবের উদ্যোগে করা 'সম্প্রীতি' স্মরণিকার মোড়ক উম্মোচন ও ক্লাবের সদস্যদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শিবপুর প্রেস ক্লাবের আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজির, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির শাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল ইসলাম নূরচান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ এনামুল হক শাহীন।
অনুষ্ঠানের শুরুতে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ হারুনুর রশীদ খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পরে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাগণসহ প্রেসক্লাবের সকল সদস্য এবং অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।