আবুল কাশেম: পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদী সদর প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (২২ এপ্রিল) ক্লাবের নিজস্ব ভবনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুলের সঞ্চালনায় সদর প্রেসক্লাবের সভাপতি কাউছার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লাল সবুজের দেশ ও ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের প্রকাশক ও সম্পাদক এবং বি এম এস এফ এর কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, "আজ সাংবাদিকরা পেশাগত দায়িত্ব ও কর্তব্য পালন কালে বিভিন্ন মহলের হুমকির সম্মুখীন হচ্ছে, মার খাচ্ছে, বিভিন্ন মিথ্যা মামলায় জেল খাটছেন। এই সমস্যা থেকে উত্তোরণ করতে হলে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হতে হবে,এক্যের কোন বিকল্প নাই। আসুন আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য কাজ করি তা হলেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্টা হবে। "
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সদর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো.শফিকুল ইসলাম(মতি),ইন্ডিপেন্ডেন টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন,সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল,আনন্দ টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম নরসিংদী জেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জামান, কৃষি ব্যাংক সিবিএ নেতা মোকাররম, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোস্তফা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম তারা,নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সোহেল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সদর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য গোপাল সাহা, মৎস্যজীবী লীগের নেতা জয়দেব সাহা।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন কোষাধ্যক্ষ ,শাহিন চৌধুরী সম্মানিত সদস্য,ডা.শরিফ আহম্মেদ,ছাত্তার মিয়া, আনিসুর রহমান হিমেল, সাইফুল ইসলাম, মোস্তফা মিয়া ,জাকির হোসেন এবং এস আলম প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে সুশীল সমাজের নাগরিক,আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ নরসিংদী সদর প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। করোনায় নিহত সদর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সামসুল আলম ডিপটির পরিবারকে ক্লাবের অর্থয়ানে আর্থিক সাহায্য করা হয়।
পরে অতিথিদের উপস্থিতিতে ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় এবং মোনাজাত শেষে বাহারি ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মোশারফ হোসেন রায়পুরী ।