স্টাফ রিপোর্টার: নরসিংদীতে দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে অনাড়ম্বর পরিবেশে দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি নিবারণ রায়ের সভাপতিত্বে এবং সাংবাদিক হলধর দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল ইসলাম সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা।
আরও বক্তব্য রাখেন নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাবেক সভাপতি মাখন দাস, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা একে শাহজাহান, সাটিরপাড়া কালিকুমার ইন্সটিটিউট এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ দেবপ্রসাদ সাহা, নরসিংদী জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক শিক্ষক আজহারুল ইসলাম সরকার, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা খান, দৈনিক ইত্তেফাক পাঠক ফোরাম আনন্দ বিনোদন সারাদেশ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক তারেক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'বঙ্গবন্ধু-মানিক মিয়া-বাংলাদেশ একই সূত্রে গাঁথা। দৈনিক ইত্তেফাক জনগণের সীমাহীন ভালবাসাই দীর্ঘ পথ চলার প্রেরণা যোগিয়েছে। ইত্তেফাক তার প্রতিষ্ঠাকাল থেকেই সময়ের দাবী মিটিয়ে এসেছে। জন্মলগ্ন থেকেই ইত্তেফাক বাংলাদেশকে স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রেখেছে। যাদের ত্যাগ, পরামর্শ ও ভালবাসায় দৈনিক ইত্তেফাক এখনো মানুষের কল্যাণে ভূমিকা পালন করে যাচ্ছে। রবীন্দ্রনাথ-বঙ্গবন্ধু-মানিক মিয়া-ইত্তেফাক একই সূত্রে গাঁথা। ইত্তেফাকের কোনো তুলনাই হয়না।'