স্টাফ রিপোর্টার: নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ৭৫'র ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নিহত শেখ রাসেল'র জন্মদিন পালন করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জয় বাংলা চত্বরে স্থাপিত শেখ রাসেল'র প্রতিকৃতিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।
পরবর্তীতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শিশু শেখ রাসেল'র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে নরসিংদীর সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসক আবু নাঈম মো. মারুফ খানের নেতৃত্বে বের হওয়া র্যালিতে অংশ নেয় পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী ও নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেপ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।