
নিজস্বপ্রতিনিধি: “প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমুন্নত রাখবো তাদের অর্ধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ ডিসেম্বর) সোমবার সকালে জেলার সার্কিট হাউজ থেকে বর্নাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।নরসিংদী জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ব্র্যাকের যৌথ আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম।উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার,নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, টিটিসির প্রিন্সিপাল প্রকৌশলী নাবিলা নুজাত,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ এনামুল হক'সহ জেলা প্রশাসন,টিটিসির কমকর্তা ,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মী,ব্র্যাক জেলা প্রতিনিধি,ব্র্যাক কর্মী,ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের, সকল কমকর্তা ও সেচ্ছাসেবক, বিদেশ ফেরত অভিবাসীগণ।