বিনোদন ডেস্ক
নতুন সিনেমা নিয়ে আসছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী। তারা নতুন করে জুটি বেঁধেছেন। তাদের নতুন সিনেমার নাম 'ট্র্যাপ।' আগে এ জুটি ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন।
সায়েন্স ফিকশন ঘরানার নতুন সিনেমাটির নাম ‘ট্র্যাপ’। এটি পরিচালনা করছেন দ্বীন ইসলাম। বৃহস্পতিবার এফডিসিতে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে বলে জানান জয় চৌধুরী।
জয় চৌধুরী বলেন, ‘নতুন সিনেমাতে জুটি বেঁধে কাজ শুরু করছি আমি আর অপু বিশ্বাস। বৃহস্পতিবার নতুন সিনেমার কাজ শুরু হবে। এর আগে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় আমরা জুটি বেঁধে কাজ করেছি। সিনেমাটি এখনো মুক্তি পায়নি। শিগগিরই মুক্তি দেয়া হবে। আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো। দশকরাও খুশি হবেন।'
সূত্র : একুশে টিভি