• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

'ট্র্যাপ' সিনেমা নিয়ে আসছেন  জয়-অপু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৪১ পিএম
'ট্র্যাপ' সিনেমা নিয়ে আসছেন  জয়-অপু
জয়- অপু

বিনোদন ডেস্ক 

নতুন সিনেমা নিয়ে আসছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী।  তারা নতুন করে জুটি বেঁধেছেন। তাদের নতুন সিনেমার নাম 'ট্র্যাপ।' আগে এ জুটি ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন।

সায়েন্স ফিকশন ঘরানার নতুন সিনেমাটির নাম ‘ট্র্যাপ’। এটি পরিচালনা করছেন দ্বীন ইসলাম। বৃহস্পতিবার এফডিসিতে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে বলে জানান জয় চৌধুরী।

জয় চৌধুরী বলেন, ‘নতুন সিনেমাতে জুটি বেঁধে কাজ শুরু করছি আমি আর অপু বিশ্বাস। বৃহস্পতিবার নতুন সিনেমার কাজ শুরু হবে। এর আগে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় আমরা জুটি বেঁধে কাজ করেছি। সিনেমাটি এখনো মুক্তি পায়নি। শিগগিরই মুক্তি দেয়া হবে। আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো। দশকরাও খুশি হবেন।' 

সূত্র : একুশে টিভি

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ