নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর সাহিত্য পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে ধানুয়া কলেজ পাড়া এলাকায় অবস্থিত শিশির বিন্দু ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি,লেখক,কলামিস্ট ও সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূরুদ্দীন দরজী।
আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানে শিবপুর সাহিত্য পরিষদের সহ- সভাপতিদ্বয় কবি মো. হাবিবুর রহমান, কবি নাসিমা বেগম, সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক নূরুল ইসলাম নূরচান, কবি রবিউল হাসান, কবি মঈনুর আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নূরুদ্দীন দরজী বলেন, '১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের মহান বিজয় বাঙালি জাতির ভাগ্যের দুয়ার খুলে দিয়েছে। '৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সমগ্ৰ বাঙালি একত্রিত হতে পারার কারণেই আমাদের মহান এ বিজয় এসেছে।'
কবি রুমী খানের সঞ্চালনায় সভাশেষে মহান বিজয় দিবসের উপর স্বরচিত কবিতা আবৃত্তি করা হয়।