স্টাফ রিপোর্টার ।। দুর্নীতি মুক্ত উন্নত দেশ গঠনে শিক্ষক এবং সাংবাদিকদের ভূমিকা তুলনাহীন । শিক্ষকগণ শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তাদের মধ্যে দুর্নীতি মুক্ত মনোভাব সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। অপরদিকে, সাংবাদিকগ দুর্নীতি,অন্যায়,অবিচারের বিরুদ্ধে লিখে সমাজকে সচেতন করেন। সরকারকে সঠিকভাবে দেশ পরিচালনায় সাংবাদিকদের লেখা অগ্রণী ভূমিকা পালন করে। এভাবেই দেশ উন্নত হয়।
নরসিংদী সম্পাদক পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বশিরুল ইসলাম এসব কথা বলেন।
রবিবার( ৬ জলাই) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে
সম্পাদক পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রোটাঃ মোঃ বশিরুল ইসলাম।
নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ তৌকির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোশতাক আহমেদ ভুইয়া, নরসিংদী সম্পাদক পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুক মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা খান, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, প্রেস ক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মনজিল এ মিল্লাত, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আসাদুজ্জামান
রিপন, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরউদ্দিন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন প্রমুখ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কন্ঠ শিল্পী সুষ্মিতা, ইভা ও দিদারসহ অন্যান্য শিল্পীবৃন্দ।