শরীফ ইকবাল রাসেল: নরসিংদী সরকারী কলেজের শিক্ষাচত্ত্বরের পাশ্ববর্তী বঙ্গবন্ধু পৌর পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
"পড় বই, গড় দেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বইমেলা।
এবারের বইমেলায় ঢাকা ও স্থানীয় প্রকাশনীসহ মোট ৬৮ টি প্রতিষ্ঠানের প্রায় ১০০ টি স্টল প্রদর্শিত হবে। পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় প্রতিদিন বেলা ১১ টায় থেকে বইমেলা শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলবে। প্রতিদিনই বই পড়া মানুষের মাঝে ছড়িয়ে দিতে স্থানীয় কৃষ্টি-কালচার এর উন্নয়ন, জ্ঞান-বিজ্ঞান বিতর্ক, কুইজ, সেমিনার ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন সন্ধা থেকে চলবে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
গণমাধ্যম কর্মীদের জন্যেও থাকছে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ মিডিয়া কর্ণার।
এ বিষয়ে আজ দুপুরে জেলা প্রশাসক কাযালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব বিষয়ে জানিয়েছেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।
এসময় জেলা প্রশাসক বলেন,পৃথিবীর একমাত্র জাতি আমরা, যারা নিজেদের মায়ের মুখের ভাষার দাবি আদায় করতে গিয়ে রাজপথ রক্তে রঞ্জিত করেছি। মাতৃভাষার জন্য বীরল এই আন্দোলনে শেষ পর্যন্ত সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অসংখ্য অকুতুভয় প্রাণের অপরিসীম ত্যাগ ও সাহসিকতায় আমরা অর্জন করেছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলার অধিকার। মাতৃভাষা নিয়ে এই আন্দোলনেই বীজ বপন হয়েছিল পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের।
ভাষা শহিদদের স্মরণে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস মাতৃভাষা দিবস পালন করে আসছিল ১৯৯৯ সাল পর্যন্ত। ঐ বছরই ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি শহিদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। তারপর থেকেই যথাযোগ্য মর্যাদায় সারা পৃথিবীতেই এ দিনটি পালিত হয়ে আসছে।