স্টাফ রিপোর্টার: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জেলা প্রশাসক প্রাঙ্গনে স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল উল্লেখযোগ্য।
সকাল ৭টায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম এর নেতৃত্বে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে কমিটির সদস্যবৃন্দ, পুষ্পার্ঘ অর্পণের পর জেলা প্রতিরোধ কমিটি কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মোঃ বজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সদস্য আলতাফ হোসেন নাজির, হলধর দাস, মোস্তাক আহম্মেদ ভূঞা,রায়হানা সরকার,মনজিল-এ-মিল্লাত, আসাদুজ্জামান রিপন, ইয়ামিনা হাসানাত চৌধুরী, মুন্নী আক্তার, নরসিংদী পৌরসভার কাউন্সিলর ইয়াসমিন সুলতানা প্রমুখ।
পরে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ সহ, পাক হানাদারদের দুষরের হাতে নিহত জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ,জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম।