স্টাফ রিপোর্ট: নরসিংদীতে সাহিত্যের সন্ধানে সংগঠনের উদ্যোগে বর্ষপূর্তি উদযাপন গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর (শুক্রবার) স্থানীয় ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড মো. গিয়াস উদ্দিন মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. কাজী নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ড. মুশিউর রহমান মৃধা প্রতিষ্ঠাতা ইন্ডিপেন্ডেন্ট কলেজ, মোহাম্মদ আলী সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সাহিত্যের সন্ধানে প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার আসাদ সরকার।
অনুষ্ঠানে বিশিষ্ট ভাষাবিজ্ঞানী বাংলা একাডেমি এবং একুশে পদকপ্রাপ্ত ড. মনিরুজ্জামানকে সাহিত্যের সন্ধানের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন খাদেম রসুল সরকার ও সৈয়দ মাহবুব।
দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন।