স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে নরসিংদী আইডিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রতিযোগিতা , ভাষণের চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল বাংলাদেশের মহান স্বাধীনতার বীজমন্ত্র।
এই দিবসটির গুরুত্ব কোমলমতি শিক্ষার্থীদের অনুধাবনের জন্য ভোরে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। বেলা ২ টায় ৭ই মার্চের ভাষণ, চিত্রাঙ্কন ও কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেল ৩ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হলধর দাস, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ছানাউল্লাহ মিয়া। স্কুলের শিক্ষক যথাক্রমে মোঃ জয়নুল আবেদীন,দিলীপ দেবনাথ, শারমিন জাহান, ফারহানা শাহনাজ ও নাজনীন খান বিনা, নূর হোসেন রাজন প্রমুখ।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনা করেন শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন।