• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

বেলাব প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত : নিলু সভাপতি, আমিনুল সম্পাদক


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:১১ পিএম
বেলাব প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত : নিলু সভাপতি, আমিনুল সম্পাদক

বেলাব প্রতিনিধি: নরসিংদীর বেলাব প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলা মিলনায়তনে আহবায়ক কমিটির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে তৃতীয় বারের মতো সভাপতি পদে আজকের বসুন্ধরা'র স্টাফ রিপোর্টার মোশারফ হোসেন নিলু এবং সাধারণ সম্পদক হিসেবে মাই টিভি'র বেলাব উপজেলা প্রতিনিধি মো.আমিনুল হক নির্বাচিত হয়েছেন । 

নির্বাচনে ৫টি পদে ভোট গ্রহনের কথা থাকলেও সিনিয়র সহ সভাপতি স্বপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফরিদুজ্জামান এবং অর্থ সম্পাদক আলমগীর পাঠান এই তিনজন স্ব স্ব পদে একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। 
অবশিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি পদে সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। নির্বাচনে ২২ জনের মধ্যে ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করেন। 

নির্বাচনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, মফস্বর সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ,আমলাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ হেলিম, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, সহ সভাপতি খন্দকার আমির হোসেন, রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তন্ময় সাহা  প্রমুখ। 

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক এম এ আওয়াল এবং বেলাব পাইলট মর্ডান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ।
নির্বাচন শেষে বেলাব প্রেসক্লাবে সকলের উপস্থিতিতে নবনির্বাচিতদের নরসিংদী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু , সহ সভাপতি খন্দকার আমির হোসেন ও কোষাধ্যক্ষ তন্ময় সাহা।

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ