স্টাফ রিপোর্ট: দৈনিক বিজয় পত্রিকার অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাহিত্যের সন্ধানে আয়োজিত অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও ছড়াকার এবং দৈনিক বিজয় পত্রিকার নরসিংদী জেলার প্রতিনিধি আসাদ সরকার।
এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আল আমিন রহমান। প্রধান আলোচক ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক হলধর দাস, মাসিক সাহিত্য ম্যাগাজিন 'সময়ের খেয়া'র সম্পাদক, কবি ও সাহিত্যিক নূরুল ইসলাম নূরচান প্রমুখ। পরে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।