নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 'ভাই গিরিশ চন্দ্র সেন' সেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে দোওয়া ও মিলাত মাহফিলের আয়োজন করা হয়।
২১ শে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় কুলতলা বাজারে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আ; ছাত্তার মিয়া, সভাপতি, ভাই গিরিশ চন্দ্র সেন সেচ্ছাসেবী ফোরাম নরসিংদী জেলা শাখা।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাও: ইসমাইল হোসাইনী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাধবধী স্বেচ্ছাসেবী ফোরাম।
অনুষ্ঠান পরিচালনা করেন, মো: আরিফ হোসেন, সাধারণ সম্পাদক অত্র ফোরাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা বাবুল,সহ-সভাপতি মো: রেজাউল করিম, শিবপুর প্রেসক্লাবের সদস্য আতিকুল ইসলাম স্বপন,মো: মাসুম মিয়া, মো: আলতাফ হোসেন।
অ্যাডভোকেট মোঃ নয়ন মোল্লা আইন বিষয়ক সম্পাদক ভাই গিরিশ চন্দ্র সেন স্বেচ্ছাসেবী ফোরাম নরসিংদী জেলা শাখা, সদস্য মো: শরিফ মিয়া, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ও সর্বসাধারণের উপস্থিতিতে ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি নিহত সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভাইগিরি চন্দ্র সেন স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আ: ছাত্তার মিয়া বলেন,আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ সনে একুশে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের জন্য যে সকল বীর শহীদগন বুকের তাজা রক্ত দিয়েছিলেন আমরা তাদের ভুলবো না এবং আমাদের স্বেচ্ছাসেবী ফোরামের মাধ্যমে আমরা অসহায় ও দরিদ্রদের সব সময় সহযোগিতা করে যাবো সাধ্য মত।
জাগো নরসিংদী/রাসেল