নাসিম আজাদ: নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কারিগরী ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম / সমক