নিজস্ব প্রতিনিধি: "সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি" এই প্রতিপাদ্যে নরসিংদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।
দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, ডা. মোস্তফা কামাল খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সেলিনা আক্তার।
পরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলায় শিক্ষা, চাকরি ও অর্থনৈতিকভাবে সফলসহ পাঁচটি ক্যাটাগরিতে ৫জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।