• নরসিংদী
  • বুধবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

সোনাইমুড়ি পার্কে ৯৫-৯৭ ব‍্যাচের বন্ধুদের শীত উৎসব


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৭ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫৩ পিএম
সোনাইমুড়ি পার্কে ৯৫-৯৭ ব‍্যাচের বন্ধুদের শীত উৎসব
বন্ধুদের শীত উৎসব

স্টাফ রিপোর্টার: পিঠাপুলির দেশ বাংলাদেশ। বাঙালির ইতিহাস-ঐতিহ্যর সাথে পিঠাপুলি অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। ভাতের পরে এক চেটিয়া বাঙালির খাদ্যসংস্কৃতিতে সবচেয়ে বেশি অভ্যস্ত পিঠাপুলিতে।

তবে পিঠা নিত্যদিনের খাবার না হলেও শীতকালে বাঙালির ঘরে ঘরে পিঠার ব্যাপক কদর রয়েছে। আর সে পিঠা যদি হয় কোন উৎসব আয়োজনের তা হলে তো আনন্দের কোন কমতিই নেই।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, 'এসেছে শীত গাহিতে গীত বসন্তেরই জয়' কবিগুরু সত্যিই বলেছেন। শীত এখন আর ভয় নয়, শীতকাল মানেই আনন্দ-উৎসব গান গাওয়ার দিন।

তাই শীতের আনন্দকে বন্ধু মহলের মাঝে ভাগাভাগি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ৯৫-৯৭ নরসিংদীর উদ্যোগে প্রতি বছরের ন্যায়ে এবারও উৎসবমুখর পরিবেশে নরসিংদীর শিবপুর উপজেলার সোনাইমুড়ি বিনোদন পার্কে  'শীত উৎসব' নামে এক ব্যতিক্রম আয়োজনের মধ‍্যদিয়ে বন্ধুর এক মিলনমেলা।

আর এই মিলনমেলায় অংশ নেয় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ১২ শতাধিক ৯৫-৯৭ ব্যাচের বন্ধুরা।

পূর্ব নির্ধারিত রেজিষ্ট্রেশন ও সময় সূচি অনুসারে শুক্রবার (৬ জানুয়ারি) রেজিষ্ট্রেশনকৃত ৯৫-৯৭ ব্যাচের বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল ৭টা থেকে হাজির হতে থাকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের সোনাইমুড়ি পার্কে।

৯৫-৯৭ ব‍্যাচের বন্ধুদের মিলনমেলার উৎসবকে ঘিরে পার্কের দক্ষিণ পাশের উঁচু পাহাড়ের টিলাকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। পাহাড়ের প্রতিটি গাছে গাছে দেওয়া হয়েছিল অংশ গ্রহণকারী বন্ধুদের ছবি সম্বলিত বিল বোর্ড।

স্থাপন করা হয়েছিল বিশ্রাম কক্ষ ও বিগত দিনের ৯৫-৯৭ ব্যাচের যে সকল বন্ধুরা মৃত্যুর বরণ করেছেন তাদের স্মরণে শ্রদ্ধাজ্ঞলি বোর্ড।

উৎসবে প্রথম পর্বে অংশ গ্রহণকারী সকলের জন্য আয়োজকদের পক্ষ থেকে ছিল খেজুরের রস, ভাঁপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, ফুল পিঠা।

ফলের মধ্যে থাকে পেয়ারা, বড়ই ও পাকা কলা। দুপুরের খাবারে ছিল ভুনা খিচুরি সাথে হাঁসের মাংস, মুরগির রোস্ট, বেগুনি, চাটনি ও কোল্ড ড্রিংকস।  

পাহাড়ের পশ্চিম পাশে স্থাপন করা স্টেইজ। সকাল থেকেই আয়োজন ছিল উন্মুক্ত মিউজিকে। বন্ধুদের ইচ্ছে মতো  গান, কবিতা পাঠ ও অভিনয় মধ‍্যদিয়ে মিলনমেলা হয়ে উঠে আরো প্রাণবন্ত।

দুপুরে খাবারের বিরতির পর শুরু হয় নাচ ও গান। এতে মাতিয়ে তুলে পাহাড়ি পরিবেশ। বন্ধুরা যেন কিছুক্ষণের জন্য ফিরে যায় তাদের সেই শৈশবে।

বিকালে এ মিউজিকের তালে তালে সাথে ছিল,  বন্ধুদের জন্য গ্রাম বাংলার মুড়ির মোয়া, বাতাসা, কদমা,কটকটি, নিমকি।

আর এ সব বিতরণে ব্যস্ত থাকে ৯৫-৯৭ ব্যাচের বন্ধু নরসিংদী জজ কোর্টের আইনজীবী মোশারফ হোসেন।

শীত উৎসব আয়োজনে ছিলেন ৯৫-৯৭ নরসিংদীর ফেসবুক গ্রুপের এডমিন, ৯৫-৯৭ ব্যাচের বন্ধু আরবাতুজ্জামান প্রলয়।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সাখাওয়াত হোসেন খাঁন বাবু, জিয়াউল হক সবুজ, মোস্তাফিজুর দিপু, মুশফিকুর মনি, সাইদুর রহমান রবিন, সুমন দাস ও আলমগীরসহ আরও অনেকে।

শহজু/সমক

 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ