• নরসিংদী
  • বুধবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

বাংলাদেশ স্কাউটস নরসিংদীর বিপি দিবস পালিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৫০ পিএম
বাংলাদেশ স্কাউটস নরসিংদীর বিপি দিবস পালিত
বিপি দিবস। ছবি : জাগো নরসিংদী

হলধর দাস: স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট  স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল-এর ১৬৬তম জন্মবার্ষিকী(বি.পি দিবস) পালন করেছে নরসিংদী সদর উপজেলা স্কাউটস। 

বুধবার(২২ ফেব্রুয়ারি)নরসিংদী সদর উপজেলা স্কাউটস এর উদ্যোগে সদর  উপজেলা মিলনায়তনে আয়োজিত  আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মেহেদী মোর্শেদ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন বাচ্চু, সদর উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, স্কাউট কমিশনার দক্ষিণ শীলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম ও সিনিয়র সাংবাদিক নরসিংদীর খবর এর বার্তা সম্পাদক হলধর দাস। 

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক ও নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত।

আলোচনা সভায় সভাপতি তাঁর ভাষণে বলেন, স্কাউট করে কোনদিন বিফলে যায়নি। সমাজের অগ্রগতিতে স্কাউটস কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তোমরা শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করো যে, তুমি প্রতিদিন অন্ততঃ একটি করে অবদান রাখবে। কেউ কোনদিন মিথ্যা কথা বলবে না। যে কাজটি যখন সামনে আসবে,সে কাজটি তখনই সম্পন্ন করে ফেলবে। 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্কাউটস-এর যুগ্ম সম্পাদক ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন ও উন্মুক্ত স্কাউটার মোঃ আকরাম হোসেন সুমন।

জাগো নরসিংদী/স্টাফ রিপোর্টার
 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ