• নরসিংদী
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে জাতির পিতার ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৫৪ পিএম
নরসিংদীতে জাতির পিতার ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

হলধর দাস: 'বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ মার্চ-২০২৪ 
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, মুক্তির মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল-১৬ মার্চ ২০২৪ হতে ১৭ মার্চ ২০২৪ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জাকরণ,১৭ মার্চ ২০২৪ সকাল ৯টায় জয় বাংলা চত্বর (জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ)জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমি'র নরসিংদী মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান,জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকল মসজিদ, মন্দির, গির্জা ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যগণের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন উল্লেখযোগ্য। 

কর্মসূচি মোতাবেক সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসক ড. বদিউল আলম জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম, সিভিল সার্জন ও জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক,  নরসিংদী প্রেস ক্লাবের পক্ষে  সভাপতি মো: নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন ও অন্যান্য সাংবাদিকবৃন্দ, জেলা আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী ও নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জাতির পিতার মোড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পুষ্পস্তবক অর্পণের পর সকাল ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে  আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। 

সকাল সাড়ে ১০টায় নরসিংদী আইডিয়াল হাই স্কুলে জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে  আলোচনা সভা, স্কাউট ওন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হলধর দাস, অভিভাবক সদস্য মোঃ ছানাউল্লাহ ও মোঃ নজরুল ইসলাম,সংরক্ষিত মহিলা অভিভাবক  সদস্য ছাবেরা সুলতানা শিল্পী, সিনিয়র শিক্ষক মোঃ আলম খান, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ  আলমগীর হোসেন প্রমুখ। ওন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে গজল,কোরান, তেলাওয়াত ও গীতা পাঠে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে  নওশীন আক্তার স্বর্ণালী, সোহান,জান্নাতুল মাওয়া বৃষ্টি, অভ্র দেব, জান্নাতুল নাঈম রুদেলা,তাহিরা ইসলাম, জান্নাতি আক্তার, সাবিহা, পিয়াস সাহা প্রমুখ । 

 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ